মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ঘটা হত্যাকাণ্ড ও শিক্ষার্থীদের উপর নিপীড়নের প্রতিবাদে মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে জড়ো হওয়া শিক্ষার্থীদের কর্মসূচিতে বাঁধা দিয়েছে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে পণ্ড হয়ে যায় তাদের কর্মসূচি।
আজ শুক্রবার বিকাল সাড়ের তিনটার দিকে উপজেলা সদরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে উপজেলা বাজারে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। খবর পেয়ে সেখানে অবস্থান নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ফলে শিক্ষার্থীরা স্থান পরিবর্তন করে হাসপাতাল বাইপাস সড়কে অবস্থান নেন। বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীদের চলে যেতে বলেন পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তাদের কাছে থাকা ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ২ শিক্ষার্থীর মোবাইল জব্দ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা আমাদের ভাইবোন হত্যার দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে টংগিবাড়ীতে জড়ো হই। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান এসে আমাদের বুঝিয়ে বাসায় চলে যেতে বলেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম বাদলসহ কয়েকজন শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে চড়-থাপ্পর মারেন।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ১৪-১৫জন ছাত্র সেখানে ছিলো, আমাদের দেখেই তারা চলে গিয়েছে। একটি ছেলে মোবাইল রাখা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।