৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মাননা প্রদান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে শিক্ষক ও ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

প্রাচীন বিদ্যাপীঠ কে.কে. গভঃ ইনিস্টিউট মুন্সিগঞ্জের ১৯৯৫ সালের এস.এস.সি ব্যাচের আয়োজনে বুধবার সকাল ১০ টার দিকে শহরের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য ওই আয়োজনে ১১ জন শিক্ষককে
সম্মাননা স্মারক, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে কে.কে গভঃ ইনিস্টিউটের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ খালেদা খানমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক মো. ফজলুর রহমান, মো. হোসেন বাবুল, আ: আজিজ ফুলচাঁন মন্ডল, আ: কুদ্দুস খান, মো. ইউনুস আলী, মো. এনায়েত, মো. নূর-ই-আলম, অজিত কুমার, মাকসুদুর রহমান।

সাবেক শিক্ষক খালেদা খানম বলেন, যতগুলি পেশা রয়েছে আমার কাছে সবচেয়ে ভালো পেশা হচ্ছে শিক্ষকতা । কারণ এখানে আমরা মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করি।

শতাধিক ছাত্রের উপস্তিতিতে আলোচনা সভা, স্মৃতিচারণ ও উপহার আদান-প্রদানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস।

error: দুঃখিত!