২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৩৯
মুন্সিগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবসহ একজন আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৯ সেপ্টেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শেখ জয়নাল ভ্যারাইটিজ ষ্টোর নামক দোকানের বিপরীত পাশে পাকা রাস্তার উপর থেকে মনসুর দেওয়ান (৩৪) কে ২১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে র‌্যাব-১১ একটি দল।

আটক ব্যাক্তি উপজেলার পশ্চিম শিয়ালদী গ্রামের পিতা মৃত হযরত আলী দেওয়ান এর পুত্র।

র‌্যাব-১১, সিপিসি-১ এর (ভারপ্রাপ্ত) কমান্ডার মোঃ সাইফুর রহমান জানান, র‌্যাব-১১ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আনুমানিক সাড়ে ৮টার সময় অভিযান পরিচালনা করে মনসুর দেওয়ান (৩৪) কে আটক করা হয়।

এসময় আটক ব্যক্তির কাছ থেকে ২১২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!