১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:১৫
মুন্সিগঞ্জে রেললাইনে হাটার সময় ধাক্বায় গেল প্রাণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে রেললাইনে হাটার সময় চলতি ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে এক ব্যক্তির।

আজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকা সংলগ্ন রেল লাইনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম চোকদার (৪০)।

স্থানীয়রা জানান, অসাবধানতার কারণ মাঝেমধ্যেই রেল লাইনে প্রাণহানির ঘটনা ঘটছে। এদিনও এক যুবক রেল লাইনের ওপর দিয়ে হাটছিল এ সময় খুলনাগামী সুদরবন এক্সপ্রেস ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মত্যু হয়।

মাওয়া রেল স্টেশন ফাঁড়ির ‌উপপরিদর্শক নুরুল হক বলেন, ‘অজ্ঞাত এক ব্যক্তির লাশ রেল লাইনের পাশে পড়ে থাকে। পকেটে থাকা একটি ব্যাংক কার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির নাম ইব্রাহিম চোকদার। সঠিক নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

error: দুঃখিত!