মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পৃথক সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মসজিদের ইমাম ও আরেকজন শ্রমিক।
পুলিশ জানায়, শনিবার সকাল ১০টায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্টান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় সৈয়দ আহম্মেদ (৪৩) নামের এক ইমাম নিহত হন। তিনি হোসেন্দি ইউনিয়নের ভাঁটি বলাকি পশ্চিম পাড়া এস.ডি খাঁন জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিলেন।
অপরদিকে শুক্রবার রাত দশটার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হন আবু বকর (৩০) নামের এক শ্রমিক। তিনি বগুড়া জেলার বাসিন্দা ছিলেন ও স্থানীয় আকিজ ইস্পাত কারখানায় কাজ করতেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইর্নচাজ (ওসি) হুমায়ূন কবির এসব তথ্য নিশ্চিত করেন।