২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:৪৭
মুন্সিগঞ্জে রাস্তার পাশে পড়েছিল নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের ৩ দিন পর মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহ আলম (৬৫)।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার হয়।

পুলিশের ধারণা, চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুবৃত্তরা। নিহত অটোরিকশা চালক শাহ আলম ঢাকার নবাবগঞ্জ উপজেলার খাহ্রা গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে।

স্বজনরা জানান, প্রতিদিনের মত গত ২ এপ্রিল নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন চালক শাহ আলম। এরপর রাতে আর বাড়ি ফিরেননি তিনি। পরে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!