১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে সাবেক বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানে দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। রোববার দুপুরে মামলা শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার রাত আড়াইটা থেকে শনিবার দিনভর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভবেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ সিকদার (৫৯), তাঁর ছেলে সাইফুল ইসলাম শাওন (৩৪), আনারপুরা গ্রামের লুৎফর রহমান বাদল সিকদার (৪২), একই গ্রামের শাখাওয়াত হোসেন (৩০), রেজওয়ান করিম (৩০) ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফুয়াদ হাছান (২৯)।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় ভবেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ ও তাঁর ছেলে শাওনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শফিউল্লাহ শিকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং অপর পাঁচজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

error: দুঃখিত!