মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৫) হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার রাসেল।
কোর্ট পুলিশের উপ পরিদর্শক সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল মঙ্গলবার দিনগত রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত যুবদল নেতা শান্ত সরকারের স্পিডবোট চালক টিপু মোল্লা মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে।
শান্ত সরকার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে টিপু মোল্লাকে দাউদকান্দি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে দিবাগত রাত ১২ টার দিকে থাকে মুন্সিগঞ্জ সদর থানায় আনা হয়।
প্রসঙ্গত: গত ৬ নভেম্বর নিহত যুবদল নেতা শান্ত সরকারের ভাই মামুন সরকার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও আরও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত ১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবদল নেতা শান্ত সরকার।
পুলিশ বলছে, মেঘনা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে সে নিহত হয়েছে। পরিবারের দাবি- তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, শান্ত সরকার নদীতে যায়নি পর্যন্ত।