২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:২৩
মুন্সিগঞ্জে থানা থেকে আসামি ছিনতাই: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্রেপ্তার যুবদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ ২০১ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলাটি করেন থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশকে মারধর করে আহত করা এবং থানা কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলাটি করা হয়েছে।

এ মামলায় উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা, সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলাটিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ১৬০-১৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনায় সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

থানা থেকে ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম তরিকুল ইসলাম। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য।গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে থানার অফিস কক্ষ থেকে তরিকুলকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

error: দুঃখিত!