২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | ভোর ৫:১৯
মুন্সিগঞ্জে যুবদল কর্মীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়ন যুবদল কর্মী মো. আলীকে (৩৪) হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখমের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ-নিমতলা সড়কের হাতিমারা চৌরাস্তায় রামপাল ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের ব্যানারে এই কর্মসূচি হয়। এতে স্থানীয় অর্ধ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনকারীরা অভিযোগ করে জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল সামাদ তালুকদার (৬৪) তার জমি বিক্রির জন্য ২ লক্ষ টাকা বায়না নিলে একই এলাকার কিছু ব্যাক্তি তাকে ভয়ভীতি বাঁধা ও হুমকি দেয়। পরবর্তীতে গত শুক্রবার রাত ৯ টার দিকে রামপাল ইউনিয়নের পানহাটায় বসতবাড়িতে ঢুকে বিবাদীরা শাহেনুর বেগম (৫৫) ও তার পুত্রবধূ লিমা আক্তার (৩০) কে শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও কাঠের লাঠি দিয়ে আঘাত করে।
একপর্যায়ে শাহেনুর বেগম (৫৫) অজ্ঞান হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য তার মেয়ে জামাই মো. ইয়ামিন দেওয়ান (৩৮) রিক্সায় করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার সময় পুনরায় পথ আটকে শাহেনুর বেগমকে (৫৫) হত্যার উদ্দেশ্যে বাম হাতে চাপাতি দিয়ে গুরুতর জখম করে। তাদের চেচামেচিতে পাশে থাকা যুবদল কর্মী মো. আলি (৩৪) এগিয়ে আসলে তাকেও গুরুতর জখম করে। পরে শাহেনুর বেগমের (৪৫) গলায় থাকা ১ ভরি সোনার চেইন লুট করে নিয়ে যায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সদর থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইব্রাহিম আহমেদ তপু, মো. মামুন, রামপাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাগর ভূইয়া, সাধারণ সম্পাদক মো. হিমেল, রামপাল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আল-আমিন, রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সেরু ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিশু প্রমুখ।
error: দুঃখিত!