মুন্সিগঞ্জ ১৯ নভেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সুবচনী বাজারের শফি খান এর বিল্ডিং হতে এক যুবকের রক্তাক্ত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ নিহত হরিধন পাত্র (২৫) এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহত হরিধণ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার পশ্চিমকাতি চিকনগুলা গ্রামের বৈকন্ঠ পাত্র এর ছেলে। সে টঙ্গীবাড়ী উপজেলার সুবচনী এলাকায় রাজ মিস্ত্রির কাজ করতো বলে এলাকাবাসী জানায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার রাতে রাজমিস্ত্রি কাজ করে সে তার ভাড়াটিয়া বাড়ি সুবচনী বাজারের শফি খান এর বিল্ডিয়ে ঘুমিয়ে ছিলো।
পরে মঙ্গলবার সকালে ওই বাজারের অন্য ঘরে থাকা অন্যান্য রাজমিস্ত্রিরা তাকে কাজ করার জন্য ডাকতে গেলে নিহত হরিধন কোন সাড়া না দেওয়ায় ওই বিল্ডিংয়ের দরজার ফাক দিয়ে এলাকাবাসী হরিধন এর মৃত দেহ ফেনের রডের সাথে জিআই তার দিয়ে গলায় ফাস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিধন এর লাশ উদ্ধার করে। এ সময় তার পেটে ছুড়ি দিয়ে আঘাতের কয়েকটি চিহ্ন দেখতে পায় পুলিশ। ঘটনাস্থল হতে একটি রক্ত মাখা ছুড়ি এবং একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটের মধ্যে তোমার জন্য মরতে পারি লিখা রয়েছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার এসআই জাকির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে প্রেম ঘটিত সম্পর্কের জের ধরে প্রথমে ছুড়ি দিয়ে নিজে পেটে আঘাত করে পরে গলায় ফাসঁ দিয়ে সে আত্মহত্যা করেছে।