মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে মোটরসাইকেলে এসে তুহিন (৩০) নামে এক যুবকের বা পায়ে গুলি করে পালিয়েছে দুবৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার রাত ৯ টার দিকে পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বালুর মাঠে এ ঘটনা ঘটে। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়।
গুলিবিদ্ধ তুহিন ওই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।
আহত তুহিন অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে জেনিথ ও ইমরান মুন্সি নামের দুই যুবক আমার সাথে কথা বলতে আসেন। একপর্যায়ে ইমরান আমাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এসময় আমি দৌড়ে পালানোর চেষ্টা করলে বা পায়ে গুলিবিদ্ধ হই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান মুন্সি বলেন, ‘আমি হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল থেকে ঢাকায় রয়েছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি মিথ্যা৷ জেনিথের সাথে আমার গত ৩ মাসে দেখা হয়নি।’
অপর অভিযুক্ত জেনিথের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে।