মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি, (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত দুজনকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, এরা মোটরসাইকেল চোরাই চক্রের সক্রিয় সদস্য।
সিরাজদিখান থানা সূত্রে জানা যায়, গত রাত (২ সেপ্টেম্বর) থেকে আজ সকাল পর্যন্ত সিরাজদিখানের রামানন্দ, ঢাকার মুগদা থানা এলাকার মানিকনগর ওয়াজ টাওয়ার ও গাজীপুর জেলার পূর্ব টঙ্গী থানার দত্তপাড়া এলাকা থেকে ৪টি চোরাই মোটরসাইকেল সহ এদের আটক করা হয়।
এদের মধ্যে, দুর্জয় ঘোষ (২২) এর বাড়ি সিরাজদিখানের সন্তোষপাড়া এলাকায় এবং অনিক শিকদার (২১) এর বাড়ি মাদারীপুর। তবে বর্তমানে সে গাজীপুর জেলার দত্তপাড়া হাসান লেন এলাকায় খাকে।
এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।