মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মুদি দোকানি আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালীকে (৭০) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা শহরের জুবলী রোডে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে পূর্ব দেওসার এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর দেয়া হয় স্মারকলিপি।
এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নিহতের ছেলে তাহের ঢালী, স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মেয়ে কারিমা, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান বিক্রমপুরী, সানাউল্লাহ সালেহী, মো. জাহিদ হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোশারাফ হালদার ও তার ভাতিজা যুবলীগ কর্মী সনেট হালদারসহ সকল আসামীর গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন।
প্রসঙ্গত: গত ৬ অক্টোবর বিকালে জেলা সদরের রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার গ্রামে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানি আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পরদিন নিহতের ছেলে তাহের ঢালী বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।