১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:০৬
মুন্সিগঞ্জে মাধ্যমিকে নতুন বইয়ের চাহিদা প্রায় ৩০ লাখ, বিতরণ হয়েছে মাত্র ৫৭ হাজার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ জানুয়ারি ২০২৫, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বছরের প্রথম দিনে পঞ্চম থেকে নবম শ্রেণির বেশিরভাগ পাঠ্যবই পায়নি মুন্সিগঞ্জের শিক্ষার্থীরা। জেলার প্রাথমিক ও মাধ্যমিকের কয়েকটি স্কুলে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। তবে আজ বৃহস্পতিবার অষ্টম শ্রেণির তিনটি বিষয়ের বই বিতরণের কথা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় মাধ্যমিকে নতুন বইয়ের চাহিদা রয়েছে প্রায় ৩০ লাখ। গতকাল পর্যন্ত বিতরণ হয়েছে মাত্র ৫৭ হাজার বই।

টংগিবাড়ী উপজেলার শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালিত করে। এখানে, মোট ৪৩৯ শিক্ষার্থী পড়ালেখা করে।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি সকল বিষয় এবং তৃতীয় শ্রেণির দুইটি বিষয়ের বই দেওয়া হয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোনো বই দেওয়া হয়নি।

প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, একই অবস্থা সদরের বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টংগিবাড়ী উপজেলার শিলপরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সেখানেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোনো বই দেওয়া হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় প্রাথমিকের শিক্ষার্থী মোট ২ লাখ ২৪ হাজার ৬৭০ জন। ১ জানুয়ারি সব বই পেয়েছে ১ লাখ ৬ হাজার ২০৬ জন। আর ৪২ হাজার ২২ জন পেয়েছে দুইটি বিষয়ের বই এবং ৭৬ হাজার ৪৪২ জন কোনো বই পায়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, শিগগিরই সব বই পাওয়া যাবে। ইতোমধ্যে সদর উপজেলায় চতুর্থ শ্রেণির বই দেওয়া হয়েছে।

এদিকে, জেলার অন্যতম প্রাচীন বিদ্যাপিঠ আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম জানান, শুধু দশম শ্রেণির তিনটি বই বাংলা, ইংরেজি ও গণিত বিষয় দেওয়া হয়েছে। বাকি কোনো শ্রেণির বই দেওয়া হয়নি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন জানান, মুন্সিগঞ্জে মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছে তিন লাখের বেশি। (তাদের জন্য বই লাগবে ত্রিশ লাখের বেশি।) কিন্তু, আমরা আজ (১ জানুয়ারি) বিতরণ করেছি শুধু দশম শ্রেণির তিনটি বিষয়ের ৫৭ হাজার বই। আমরা জানি যে আগামী ২০ তারিখের মধ্যে সকল বই বিতরণ করা হবে।

error: দুঃখিত!