মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ঢালী কান্দি গ্রামের এক দিন মজুরের মেয়ে (মাদ্রাসা ছাত্রী) ধর্ষণের শিকার হয়েছে।
শুক্রবার রাতে ওজু করার জন্য ঘরের বাহিরে বের হন। ওজু করতে থাকেন। ওজু করা অবস্থায় ধর্ষক লম্পট তাজির গাজী মেয়েটির মুখে গামছা দিয়ে ঝাপটে ধরে তার নিজ গৃহে নিয়ে ধর্ষণ করে।
সে মুন্সীগঞ্জের মোল্লাকান্দী ইউনিয়নের নোয়াদ্দা ঢালি কান্দীর দিন মজুরের মেয়ে। পুরাডিসি মহিলা মাদ্রাসার ছাত্রী সে। যে নরপশু তাকে ধর্ষণ করেছে সে একই গ্রামের ওমর গাজীর ছেলে তাজির গাজী।
ধর্ষকের বয়স আনুমানিক (৪০)। ভিকটিম মেয়েটিকে (১৪) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর নিয়ে জানা যায়, লম্পট তাজির গাজীর বাড়িতে এই ঘটনার সময় স্ত্রী বাড়িতে ছিলোনা। ঘটনার পরে মেয়েটিকে উদ্ধার করা হয়। বিষয়টি চাপা দেয়ার জন্য স্থানীয় মাতাব্বরা তাদের আটকে রাখে। মোটা অংকের টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে তারা।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: আনিচুর রহমান শনিবার দুপুর দেড়টায় জানান, ভিকটিম পরিবার থানায় এসেছে। অভিযোগ হচ্ছে। মামলা শেষে আসামী তাজিল (৪০) কে গ্রেফতারে পুলিশী অভিযান চলবে।