২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:১৮
মুন্সিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৮ সেপ্টেম্বর, ২০১৯, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকী গ্রামের আব্দুর রশীদের ছেলে মো. শরীফ (১৫)।

শরীফ মাছ ধরার সময় বজ্রপাত হলে মারা যান বলে তার স্বজনরা জানিয়েছেন।

স্বজনরা বলেন, শরীফ চর বলাকী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বেলা পৌনে ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে নৌকা নিয়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বর্জ্রপাত হলে ঘটনাস্থলেই শরীফের মৃত্যু হয়।

error: দুঃখিত!