মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু মহাসড়কে মাছবাহী পিকআপ উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মহাসড়কের হাঁসারা এলাকায় সড়ক বিভাজনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের মো. হাফিজ (৪০) ও শহিদুল (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছবাহী পিকআপটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকামুখী লেনে হাঁসারা হাইওয়ে ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে সেটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন পিকআপে থাকা সাতজন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আকলিমা রৌশন জানান, আহত অবস্থায় সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে দুজন মারা যান। বাকিদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাঁসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। মাওয়া থেকে মাছ নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন।