মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল চালক মো. রাফির (৩৬)। এসময় আহত হন আরোহী হাসনাত শিকদার (৩৬)।
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মহাসড়কের মাওয়ামুখি লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে সমষপুর এলাকায় দুর্ঘটনাকবলিত ওই মোটরসাইকেলটি গতি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রাফি গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী হাসনাত গুরুতর আহত হন। পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাঁসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।