১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:১৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মন্দির ভাংচুর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ আগষ্ট, ২০২০, মুন্সিগঞ্জ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার শ্রীনগর বাজারের অনন্ত দেব মন্দিরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে শ্রীনগর থানার ওসি হেদায়তুল ইসলাম ভূইয়া জানিয়েছেন।

আটক ব্যক্তির নাম রাকিব হোসেন (৩০) বলে জানিয়েছে পুলিশ। 

ওসি বলেন, সকালে মন্দিরে দুইজন নারী প্রার্থনা করছিলেন। এ সময় রাকিব মন্দিরে ঢুকে সেখানে রাখা একটি রাধা-কৃষ্ণের প্রতিমা ভাংচুর করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

রাকিব মানসিক প্রতিবন্ধী এবং এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবির চক্রবর্তী এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, “প্রায় আড়াইশ বছরের প্রাচীন এই মন্দির সুরক্ষিত অবস্থায় ছিল। এর মধ্যে দিনের বেলায় এ ঘটনায় আমরা বিস্মিত।”

এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা উদঘাটনের ও দাবি জানান তিনি।

error: দুঃখিত!