মুন্সিগঞ্জ, ৫ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে শ্রীনগরের বাড়ৈখালিতে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, রোববার মধ্যরাতে শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগের বরাতে তিনি বলেন, ৮-৯ জনের ডাকাত দল ওই দুই বাড়ি থেকে নগদ ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের পাশাপাশি লুটকৃত মালামাল উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।