মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় মধ্যরাতে আলী আহমদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আনুমানিক ৩ কোটি টাকার।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
ফায়ার কর্মকর্তা বলেন, ‘প্রথমে একটি সেলুনের দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।’