মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১ টা’য় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়ের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ দেবরাজ মালাকার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কুমুদ রঞ্জন মিত্র, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, ক্যাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জাহাঙ্গীর সরকার মন্টু, বীর মুক্তিযোদ্ধা জনাব মতিউল ইসলাম হিরু সহ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।