৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:১১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ মুন্সিগঞ্জ জেলার সহকারী পরিচালক আসিফ আল আজাদ, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল, জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলো’র সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাহজাহান আনিসুর রহমান, জেলা মার্কেটিং অফিসার এবিএম মিজানুল হক, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি জাহাঙ্গীর সরকার মন্টু, চেম্বার অব কমার্স মুন্সিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি কাজী আফজাল হোসেন প্রমুখ।

এসময় ভোক্তা ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!