মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে প্রথম দিন থেকেই মুন্সিগঞ্জে বাজার মনিটরিং শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার পেট্রোল পাম্প ও হাতিমারা এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক, আসিফ আল আজাদ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময়, মূল্য তালিকা প্রদর্শন না করায় আজম স্টোর ও শাহ জালাল স্টোর কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় এক হাজার টাকা করে ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় সাইদ স্টোর ও সাদিয়া টেলিকমকে ভোক্তা অধিকার সংরক্ষণ, ২০০৯ এর ৪০ ধারায় যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় ।
অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
বাজার অভিযানে সহযোগিতা করেন সদর উপজলোর স্যানটারী ইন্সপেক্টর, জামাল উদ্দিন মোল্লা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক, জনাব আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।