২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:৩৮
মুন্সিগঞ্জে ভুয়া পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে ভুয়া কাগজ নিয়ে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

রবিবার বিকালে মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসর্পোট অফিস থেকে কর্মকর্তাদের সহযোগিতায় পুলিশ ওই নারীকে আটক করে।

মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসর্পোট অফিসার সহকারী পরিচালক হালিমা খাতুন জানান, মুন্সিগঞ্জের এক এলাকার নাম ঠিকানা দিয়ে মুন্সিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলরের সত্যায়িত কাগজপত্র নিয়ে একটি পুরুষ লোকের সাথে আসেন ওই রোহিঙ্গা মহিলা। তিনি আবেদন পত্রে নিজের নাম রুমা বেগম এবং সাথে আসা লোকটিকে তার স্বামী বলে দাবি করেন। কাগজপত্র ভুয়া হওয়ায় এবং কথা বলার ধরনে রুমা বেগমকে রোহিঙ্গা বলে সন্দেহ করি। এরমধ্যেই রুমাকে রেখে পালিয়ে যায় সাথে যায় পুরুষ লোকটি। পরে পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করলে তিনি ফোর্স পাঠান। ঐ নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

error: দুঃখিত!