মুন্সিগঞ্জ, ৮ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভাবীর সাথে পরকীয়ার জেরে প্রবাস ফেরত বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসান মিয়া (৪৩) চর পানিয়া গ্রামের দুলু মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হাসান গত ১১ বছর যাবৎ কুয়েতে থাকেন। এতে ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) পরকীয়া সম্পর্ক তৈরি হয়। খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন হাসান। এ নিয়ে আজ নিজ বাড়িতে একটি বিচার-সালিশের কথা ছিল।
এর আগেই সকালে ধারালো চাপাতি দিয়ে প্রকাশ্যে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করেন হারুন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী আটকে পুলিশে দেয় তাকে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান।