মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আপন সহোদর তিন ভাইকে কুপিয়ে জখম করেছে বড় ভাই।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের ইনশাদ ছইয়ালের ছেলে স্বপন ছইয়াল (৪৫), রিপন ছইয়াল (৩৫), ও জসিম ছইয়াল (৩৩)।
আহত স্বজনদের সুত্রে জানা গেছে, বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকালে ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের ইনশাদ ছইয়ালের বড় ছেলে আলাউদ্দিনের সঙ্গে তার আপন সহোদর তিন ভাই স্বপন ছইয়াল, রিপন ছইয়াল ও জসিম ছইয়ালের বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে বড় ভাই আলাউদ্দিনের নেতৃত্বে পূর্বপরিকল্পিত ১৫/২০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার তিন ছোট ভাই স্বপন ছইয়াল, রিপন ছইয়াল, জসিম ছইয়ালকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।