মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ব্যাক্তিগত বিরোধের জেরে বিষ খাইয়ে অর্ধডজন মুরগী হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ প্রস্তুতি নিয়েছে ভুক্তভোগী মুরগী পালক ঝুনি বেগম।
ঝুনি বেগম জানান, নিজেদের বসতবাড়িতে দীর্ঘদিন যাবত সল্প পরিসরে হাস-মুরগী পালন করছেন তিনি। প্রতিদিনই বাড়ি ও আশেপাশে বিচরণ করে এসব হাস-মুরগী গুলো। তবে মাঝে মাঝে প্রতিবেশী রশিদা বেগমের বাড়িতে মুরগী চলে গেলে প্রায়শই এ নিয়ে ২জনের মধ্যে বাকবিতন্ডা হতো। সোমবার বিকালে মুরগীগুলো রাশিদা বেগমের বাড়ি চলে যাওয়ার কিছুক্ষণ পর মুখে রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। কিছুক্ষন পর একটি-দুটি করে পরপর ৬টি মুরগী মারা যায়।
তিনি অভিযোগ করে বলেন, শত্রুতার কারণেই আমার মুরগীগুলোকে বিষ খাইয়েছে রাশিদা। গৃহপালিত নিরীহ প্রাণীগুলো হত্যার বিচার চাই আমি।
এ ব্যাপারে অপরপক্ষের রাশিদা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন সহায়তা প্রদান করা হবে।