মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূ কর্তৃক ইমরান বেপারী (২৪) নামে এক যুবককে অপহরনের অভিযোগ দায়ের করার পর মামলার আসামী মায়া আক্তার (২৯) কে গ্রেফতার ও ভিকটিম ওই যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ।
সিরাজদিখান থানা পুলিশ গত ১৫ জানুয়ারী শ্রীনগর উপজেলার কয়কীর্ত্তন এলাকা থেকে আসামী মায়া আক্তারকে গ্রেপ্তার করেন।
পরে আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে ইমরান বেপারীকে গত ১৯ জানুয়ারী উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাও গ্রাম থেকে উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকেই আদালতে সোপর্দ করা হয়।
ওই গহবধূ খিলগাও গ্রামের আবু বক্করের স্ত্রী ও এক সন্তানের জননী এবং একই গ্রামের ভিকটিম যুবক ছোবাহান বেপারীর ছেলে।
এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মনির হোসেন গত ১৯ সালের ২৫ নভেম্বর আদালতে মায়া আক্তারসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে বিবাদী করে একটি সি.আর মামলা দায়ের করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী সি.আর মামলাটি থানায় গৃহীত হওয়ার পর নিয়মিত মামলা হিসেবে রেকর্ড কর হয়। যার নং-১৫।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাও গ্রামের আবু বক্করের স্ত্রী গৃহবধূ মায়া আক্তার ও একই গ্রামের ছোবাহান বেপারীর ছেলে ইমরান বেপারীর মধ্যে প্রায় সময় মোবাইল ফোনে কথা হতো। সেই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ইমরান বেপারী প্রবাস থেকে দেশে ফেরার পর প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৯ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় ইমরান বেপারীর বসত বাড়ীর সামনের রাস্তা থেকে মায়া আক্তার ও তার সহযোগীরা মিলে ইমরান বেপারীকে অপহরণ করে নিয়ে যায়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফরিদ উদ্দিন জানান, দুজনই প্রাপ্ত বয়স্ক। প্রেমের সম্পর্কের কারণে ঘটনাটি ঘটেছে। ছেলের ভাইয়ের দায়ের করা আদালতের মামলার প্রক্ষিতে আমরা ছেলেকে উদ্ধার ও মহিলাকে গ্রেপ্তার করে দু’জনকেই সোমবার আদালতে পাঠিয়েছি।