মুন্সিগঞ্জ, ১৪ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বিস্ফোরক মামলায় ৮৫ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
রোববার (১৩ ডিসেম্বর) মুন্সিগঞ্জ আমলী আদালত ১নং আদালতে হাজির হয়ে বিস্ফোরক মামলার ৮৬ জন আত্মসমর্পণ করলে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক ৮৫জন আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
আদালত সুত্রে জানা গেছে, গত ১৫ জুন ২০ইং তারিখে মুন্সিগঞ্জ সদর উপজেলার খাসকান্দি দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের মহিউদ্দিন মাদবর এর বাড়িতে ভাংচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায় প্রতিপক্ষের লোকজন।
ঐ ঘটনায় মুন্সিগঞ্জ থানায় বিষ্ফোরক আইনে মহিউদ্দিন মাদবরের স্ত্রী মুন্নী বেগমসহ তাদের পক্ষের লোকজন বাদী হয়ে ৭ টি মামলা দায়ের করেন।
মামলায় ১ শত ৫০ জনকে আসামী করা হয়। রোববার মুন্সিগঞ্জ আদালতে ৮৬ জন আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত ৮৫ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অপর একজন আসামী ছাত্র বলে তার জামিন মঞ্জুর করেন।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক (ওসি) জামাল উদ্দিন জানান, সদর থানার ৭টি বিস্ফোরক মামলার ১ শত ৫০ জন আসামীর মধ্যে ৮৬ জন আসামী আজ আদালতে আত্নসমর্পন করেন। এর মধ্যে ১ জনকে জামিন দিয়ে বাকী ৮৫ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।