মুন্সিগঞ্জ, ২২ মার্চ, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল থেকে ৫৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) ভোর ৬ টায় সদরের মোল্লাকান্দি ইউনিয়নে জাটকাগুলো জব্দ করা হয়।
পরে বেলা ১০ টায় জব্দ করা এসব জাটকা উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
জানা যায়, রবিবার সকাল ৬ টার দিকে সদরের মোল্লাকান্দি ইউনিয়ন হয়ে বিপুল পরিমাণ টলার দিয়ে অসাধু কিছু জেলে অবৈধ জাটকা মাছ নিয়ে যাওয়ার সময় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনার উদ্যোগে ৫৬০ কেজি জাটকা মাছ জব্দ করে উপজেলা পরিষদে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার, বকচর, কালীরচর সহ নদীর পাড়ের এসব এলাকা থেকে প্রতিদিন বিপুল পরিমাণে অবৈধ জাটকা মাছ শিকার করছে অসাধু কিছু জেলে। আর এ জাটকা মাছ শিকার করে অসাধু ব্যাবসায়ীরা মোল্লাকান্দি চরডুমুরিয়া বাজার সংলগ্ন নদী হয়ে শত শত ট্রলার দিয়ে এ মাছ মুন্সিগঞ্জ শহর সহ বিভিন্ন জেলায় পাড় হচ্ছে। জেলা মৎস্য অফিসের চোখে ধুলো দিয়ে এসব জাটকা মাছ নিধন করা হচ্ছে। বিভিন্ন হাটে বাজারে বিক্রি হচ্ছে হরহামেশায়। জাটকা মাছ নিধন রোধে প্রয়োজনীয় প্রদক্ষেপ এখনই গ্রহণ না করলে হুমকির মুখে পড়বে মৎস্য সম্পদ।