১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিদেশে ফিরে যাওয়ার একদিন আগে নিখোঁজ, বস্তাবন্দি অবস্থায় মিললো প্রবাসীর মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীর (৪০) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকার ষোলঘর খাল থেকে মরদেহ উদ্ধার হয়। নিহত রমজান একই এলাকার সিরাজ মুন্সীর ছেলে।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, গত সোমবার (২৫ নভেম্বর) সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই প্রবাসী। পরদিন তার সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিলো।

নিখোঁজের পর ওইদিন রাতেই এ ঘটনায় শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করেছিলো পরিবার। বুধবার দুপুরে খালে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধারের পর সেটি প্রবাসী রমজানের বলে সনাক্ত করে পরিবার।

এদিকে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী।

error: দুঃখিত!