২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:৪০
মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশে আসাকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষে আহত ২০
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরে জেলা বিএনপির সমাবেশে আসাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে পৃথক ৩টি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে শহরের সুপার মার্কেট চত্বর ও পিটিআই সংলগ্ন এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাদিম (১৭), মেহেদী হাসান (২৬), অপু খান (১৯), আরিফুজ্জামান (৩৭), উজ্জ্বল (৪৫), মাসুদ (২০), মনির হোসেন (৫৮), জসিম উদ্দিন (৫২)। বাকিদের নাম পাওয়া যায়নি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন থেকে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লার নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লা, সাধারণ সম্পাদক জাকির সরকার, বিএনপি নেতা আতিক মল্লিক সহ একটি মিছিল জেলা বিএনপির সমাবেশে যোগদানের লক্ষ্যে শহরের সুপার মার্কেট চত্বর এলাকায় পৌছলে তাদের প্রতিপক্ষ স্থানীয় বিএনপির আরেকটি পক্ষ মিছিলের সামনে বিশৃঙ্খলার সৃষ্টি করে৷

এসময় তাদের সরাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হন। অপর দিকে শহরের দক্ষিণ ইসলামপুরের যোগীনিঘাট এলাকার বিএনপির একটি পক্ষের সাথে মোল্লার চর এলাকার আরেকপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন।

মারামারির বিষয়টি দুঃখজনক দাবি করে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লা বলেন, আমাদের মিছিলের সামনে রহিম মোল্লার লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের সরাতে গেলে আমাদের উপর হামলা চালায় তারা। এসময় তাদের এলোপাতাড়ি মারধরে আমাদের কমপক্ষে ৫ জনকে আহত হয়।

তবে নিজেরা হামলার শিকার হয়েছেন দাবি করে রহিম মোল্লা বলেন, আওলাদ হোসেন মোল্লার মিছিল থেকে আমার কর্মী-সর্মথকদের উপর হামলা চালানো হয়। এতে আমাদের ৫ জন আহত হয়েছে। আমরা এর সঠিক বিচার দাবি করছি।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, সমাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় মারামারির ঘটনা ঘটেছে। ইসলামপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। অপরদিকে মোল্লাকান্দির দুই গ্রুপের মারামারি হয়েছে। তবে থানায় কোন গ্রুপই লিখিত বা মৌখিক কোন অভিযোগ করেনি। কতজন আহত হয়েছে তাও পুলিশ জানতে পারেনি।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!