২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৩২
মুন্সিগঞ্জে বিএনপির মিছিল-নাশকতার চেষ্টা, আটক ৯
খবরটি শেয়ার করুন:

বিএনপির সাত দফা দাবি আদায়ে সারাদেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং এসময় পুলিশের কাজে বাধা দেয়ার চেষ্টা করলে ৯জনকে আটক করা হয়।

বুধবার সুপার মার্কেট এলাকায় জেলার বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে সমাবেশ শুরু হয়। আব্দুল হাই সাবেক উপমন্ত্রী ্এবং সাবেক এমপি। তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলাও রয়েছে। তিনি সেই মামলায় জ্বেলও খেটেছেন।

বিএনপির সভাপতি আব্দুল হাই বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে এবং আমাদের কয়েকজনকে আটক করে নিয়ে গেছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত ) গাজি সালাউদ্দীন বলেন, কোনরকমের অনুমতি ছাড়া বিএনপি রাস্তায় নেমে শৃঙ্খলা ভঙ্গ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হলে পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে এতে তারা সায় না দিলে পুলিশ বাধ্য হয়ে তাদের সড়িয়ে দিয়েছে।

এর আগে বিএনপির নেতা কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুর অর রশীদ এর নিকট স্বারকলিপি প্রদান করেন।

error: দুঃখিত!