মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস চাপায় দোলনা বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দোগাছি এলাকায় ওই নারী অসতর্ক ভাবে এক্সপ্রেসওয়ের একপাশ থেকে অন্যপাশে পারি দিতে গেলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত দোলনা বেগম স্থানীয় দোগাছি এলাকার মোঃ মহিউদ্দিনের স্ত্রী।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আবজাল হোসেন জানান, সন্ধ্যায় দোগাছি এলাকায় রাস্তাপারাপারের সময় একটি অজ্ঞাত বাস দোলনা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দূর্ঘটনার পরপরই স্থান ত্যাগ করায় ঘাতক বাসটি আটক করা যায়নি।