১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৩৯
মুন্সিগঞ্জে বাসা থেকে বের হয়ে ৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে বাসা থেকে বের হয়ে ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে মাদ্রাসাছাত্র মো. ইয়ামিন (১১)। এ ঘটনায় গেল ২৯ ফেব্রুয়ারি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের মা।

নিখোঁজের মা আছমা বেগম জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে সামান্য বিষয় নিয়ে আমার বকাঝকা শুনে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় ইয়ামিন। এরপর আর বাসায় ফিরেনি।

নিখোঁজ মাদ্রাসাছাত্র ইয়ামিন মিরকাদিমের শরীয়তনগর এলাকার ব্যবসায়ী মো. আলামিনের পুত্র। সে পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকার মাদরাসা দারুল আরকামের হেফজ বিভাগের ছাত্র।

হাতিমাড়া পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর আব্দুল হাকিম বলেন, নিখোঁজ মাদ্রাসাছাত্রের বিষয়ে কোন কুলকিনারা পাওয়া যাচ্ছে না। তার সাথে কোন মোবাইল ফোনও ছিলোনা। এরপরও পুলিশ ছেলেটিকে খুঁজে বের করার চেষ্টা করছে।

কেউ ছেলেটির সন্ধান পেলে পরিবারের সাথে (০১৭৭৮০২৮৮২২, ০১৯৫৪৯০২৯৪৪) অথবা স্থানীয় থানা-পুলিশের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করেছে পরিবার।

error: দুঃখিত!