মুন্সিগঞ্জ, ৮ জুন, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মানিক সরকার জয় (১১) নামের নিহত কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে।
কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মানিক আজ সোমবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি জমিতে কেটে নেওয়া ধান গাছের ডান্ডি তুলছিল। এ সময় হঠাৎ বিজলি চমকায়।
বিকট শব্দে বজ্রপাত তার শরীরের ওপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মানিকের বাড়িতে শোকের মাতম চলছে। খবর ছড়িয়ে পড়লে মানিকের সহপাঠিদের মাঝেও শোকের ছাড়া নেমে আসে। অনেকেই মানিকের বাড়িতে ভিড় করছে তাকে শেষবারের মতো দেখার জন্য।