মুন্সিগঞ্জ, ১৮ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মুজিব তোমার নাম শততম জন্মবার্ষিকীতে জানাই লাখো সালাম এই শ্লোগান নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দিতে দিবসটি পালন করা হয়।
ইউনিয়নটির ৬ নং ওয়ার্ডের সর্বস্থরের মানুষের আয়োজনে জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, খিচুরি বিতরণ, কেক কাটা ও আতশবাজি ফুটানো হয়।
এর আগে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ও করোনা ভাইরাস আক্রান্ত রোগীসহ বিশ্বের সকল মানুষের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিশিষ্ঠ সমাজ সেবক মামুনুর রশিদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের উপদে্ষ্টা আলমাছ কাজী, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোক্তার হোসেন গাজী, মহিলা আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তার জুই, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাসির মেম্বার, সমাজ সেবক বাবু বেপারীসহ স্খানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।