২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১:৪০
মুন্সিগঞ্জে ফেন্সিডিল, ইয়াবা-গাঁজা ও মদসহ ৩০ লাখ টাকার মাদকদ্র্রব্য ধ্বংস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ ডিসেম্বর ২০২৪, শ্রীকান্ত দাস, আদালত প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ২৩ মামলার ৩০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে মুন্সিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পাশে এসব মাদক ধ্বংস করা হয়।

আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের উপস্থিতিতে ২১ লাখ ৪১ হাজার টাকা মূল্যের ১০৭ কেজি গাঁজা, ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৩৪০ বোতল ফেনসিডিল, ৭৩ হাজার ২০০ টাকার ২৪৪ পিস ইয়াবা ও ১০ হাজার টাকা মূল্যের ৩ বোতল বিদেশি মদ ধ্বংস করা হয়।

এসময় বিচারকের উপস্থিতিতে গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ফেন্সিডিল দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেটসহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আদালত মালখানার দায়িত্বে থাকা পুলিশের উপ পরিদর্শক ইসফাত আরা খানম সহ আদালতের অন্যান্য কর্মচারীরা।

error: দুঃখিত!