মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফার্মেসীতে অভিযান চালিয়ে পাওয়া গেলো মেয়াদোত্তীর্ণ ওষুধ, আর মিষ্টির দোকানে গিয়ে দেখা গেলো ওজনে কম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিরাজদিখান উপজেলার খারসুর বাজার ও পাউসা বাজার এলাকায় এই অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
তিনি ‘আমার বিক্রমপুর’ কে জানান, সিরাজদিখানের তিনটি ফার্মেসিতে ২০১৫, ২০১৬ সালে মেয়াদ শেষ হয়ে যাওয়া ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল এখনো প্রদর্শন করা অবস্থায় পাওয়া যায়।
এসময় মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, ওজনে কারচুপি করছেন দোকানদাররা। তারা খালি বাক্সের ওজন ১৩৫ গ্রাম হলেও ক্রেতাকে সেটা জানাচ্ছেন না। এছাড়াও দোকানের দই রসমালাই প্রভৃতির প্যাকেটে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ দেয়া হচ্ছে না।
তিনি জানান, এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং সংশোধন হবার জন্য নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।
বাজার অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং সিরাজদিখান থানা পুলিশ।