মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ফলের কার্টনের ভেতর থেকে ঢাকার সাভার এলাকার বাসিন্দা ও বনানি এলাকার বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ ইসলাম সবুজের (২৬) মাথা ও উরুর খন্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি করেছিলো পরিবার।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, গতকাল শুক্রবার বিকালে পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি এলাকায় ফলের কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কৌতুহলবশত সেটি খুললে স্কচটেপ প্যাচানো ৩টি প্যাকেটে মাথা ও উরুর অংশ পাওয়া যায়।
একইদিন সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় পাওয়া যায় মরদেহটির বাকি অংশ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিআইডি ও পিবিআইর ক্রাইম সিন।
রাত ১২টার দিকে ঢাকার সাভার থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির সূত্র ধরে মরদেহের পরিচয় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা এসে সেটি শনাক্ত করেন।
পুলিশের ধারণা, হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে নির্মমতার আশ্রয় নেন অপরাধী।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।