৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:০৪
মুন্সিগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে  মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ উদ্বোধন হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কে.কে গভঃ ইন্সটিটিউট বনাম প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

এতে জেলার ৪ টি স্কুলের টিম অংশ নিয়েছে। বাকি দুইটি হলো- বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ও সিরাজদিখান উপজেলার ভবানিপুর উচ্চ বিদ্যালয়।

৫০ ওভারের খেলায় প্রতি দল নিজেদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে চলবে এই খেলা।

জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীনের সভাপতিত্বে বেলুন উডিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা।

এছাড়া বিসিবি কোচ, অন্যান্য কোচ ও সাবেক খেলোয়াড়-শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!