২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | ভোর ৫:১৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেছে সবজি বিক্রেতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মতিন (৫০) নামের এক সবজি বিক্রেতার প্রাণ গেছে। এসময় আহত হন আরও ২ জন।

নিহত মতিন উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি (শান্তিনগর) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলেন- একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে এনামুল (৪০) ও সাইদুল ইসলামের ছেলে অন্তর (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের শান্তিনগর এলাকায় ঢাকাগামী লেনে পিকআপ ভ্যানে করে সবজি বিক্রি করছিলেন নিহত আব্দুল মতিনসহ তিনজন।

এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটির পেছনে ধাক্কা দিলে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক প্রাইভেট কারটি আটক হলেও চালক কৌশলে পালিয়ে গেছে।

error: দুঃখিত!