মুন্সিগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের ভোরন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পপি ব্যানার্জিকে অকথ্য ভাষায় গালাগাল, ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার টংগিবাড়ী থানায় ওই শিক্ষিকা চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দেন।
পপি ব্যানার্জি জানান, ভোরন্ডা গ্রামের মৃত মানিক সিকদারের ছেলে মোসলেম উদ্দিন বরুণ সিকদার, তাইজুল ইসলাম বাবু, মৃত আ. হান্নান সিকদারের ছেলে মোজাম্মেল সিকদার, মৃত ফজল সিকদারের ছেলে জয়নাল সিকদার বিদ্যালয় চলাকালীন তাকে অকথ্য ভাষায় গালাগাল, ভয়ভীতি ও হুমকি দেন।
তিনি আরও জানান, ২০১৭ সালে বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই তারা বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে; যাতে তিনি বিদ্যালয় ছেড়ে চলে যান। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও জানানো হয়েছে।
এ বিষয়ে টংগিবাড়ী থানার এসআই নূর আলম সিদ্দিকী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।