মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা
মুন্সিগঞ্জ, ১৭ মে, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ঐতিহাসিক ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ মে) বিকেলে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ নূরে মুহাম্মদ (সাঃ) মাদ্রাসায় মুন্সিগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে এ অনুষ্ঠানটি হয়।
মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোর্শেদা বেগম লিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা, কাউন্সিলর আওলাদ হোসেন, মুন্সিগঞ্জ পৌর কাউন্সিলর মকবুল হোসেন, পৌর মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, জেলা পরিষদের সদস্য মো আরিফুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জাতীয় শ্রমিক লীগ মুন্সিগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, মিরকাদিম পৌর ছাএলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিমুন দাস, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক হাসিফ মোহাম্মদ রাফিউ, সদস্য রক্তিম, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ইসমাইল দেওয়ান সেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ দোয়া কামনা করা হয় ও তোবারক বিতরণ করা হয়।


