২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১০:৫৩
মুন্সিগঞ্জে প্রথমবার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৭ নভেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও মজিবুর গ্রুপ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মুন্সিগঞ্জে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে ‘বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট – ২০১৯’।

পূর্বে টিভি কাপ আয়োজন করার কথা থাকলেও জেলার সর্বসাধারণ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর অধিক আগ্রহ থাকায় বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে টুর্নামেন্ট কমিটি জানান।

বুধবার (২৬ নভেম্বর ) দুপুর ১২টায় জেলার টংগিবাড়ী উপজেলার কামারখাড়ায় অবস্থিত বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে টংগিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে।

আয়োজক কমিটির সমন্বয়ক রিয়াদ হোসাইন জানান, পূর্বে টিভি কাপ আয়োজন করার ইচ্ছে থাকলেও জেলার সর্বসাধারণের অধিক আগ্রহ থাকায় এ অঞ্চলে প্রথমবার গোল্ডকাপ ক্রিকেট আয়োজন করা হয়েছে।

গোল্ডকাপ পুরষ্কারের সাথে মিল রেখে টুর্নামেন্টের নাম পরিবর্তন করে বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ করা হয়েছে।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, আগামী ১২ই ডিসেম্বরের মধ্যে তিন হাজার টাকা রেজিষ্ট্রেশন ফি দিয়ে জেলার যেকোন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা ১৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে আর্কষণী গোল্ডকাপ। এছাড়া রানারআপ দল – আর্কষণীয় রৌপ্য কাপ, প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ, টুর্নামেন্ট সেরা রান গ্রহিতা, টুর্নামেন্ট সেরা উইকেট শিকারী, টুর্নামেন্ট সেরা সিক্স গ্রহিতা, টুর্নামেন্ট সেরা ফিল্ডার, টুর্নামেন্টে সর্ব্বোচ্চ ক্যাচ গ্রহিতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড় নির্বাচন করা হবে এবং তাদের প্রত্যেকের জন্য রয়েছে আর্কষণীয় পুরষ্কার।

আয়োজক কমিটি আরো জানান, টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে মজিবুর গ্রুপ লি. ও মজিবুর টিম্বার এন্ড স’মিলস লি.।

মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মুন্সিগঞ্জের সর্বাধিক পঠিত অনলাইন পত্রিকা ‘আমার বিক্রমপুর’, আনন্দ টিভি, দৈনিক অধিকার ও দৈনিক আলোকিত সকাল।

দল রেজিষ্ট্রেশন করতে যোগাযোগঃ ০১৬৪৩৫৫২০১৫

error: দুঃখিত!