মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দনিয়াপাড়া মহা শোষণ কালী মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম জানিয়েছেন, গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) রাত থেকে আজ শনিবার (১৬ অক্টোবর) ভোররাত পর্যন্ত সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে।
তিনি জানান, ‘মন্দিরে কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না এবং শুধুমাত্র প্রতিমা ভাঙচুর করা হয়েছে’।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ বলছেন, ঘটনাটি শুনেছি। পুরো ঘটনাটি জেনে মন্তব্য করতে হবে।
দনিয়াপাড়া কালী মন্দিরের সাধারণ সম্পাদক শুভ্রতা দেব নাথ ভানু বলেন, আমরা সকালে এসে দেখি মন্দিরের প্রধান প্রবেশপথের তালা ভাঙা। এবং টিনের চাল কাটা। মন্দিরে ঢুকে দেখি সমস্ত প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
তিনি বলেন, আমরা পুলিশের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। মন্দিরে এরকম ঘটনা আগে কখনও ঘটেনি।