৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
নতুন আপডেট: ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রতীক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের হালনাগাদকৃত প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের হালনাগাদকৃত তালিকায় চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের জন্য প্রতীকসমূহ:

১. ছাতা ২. বাই-সাইকেল ৩. চাকা ৪. গামছা ৫. কাস্তে ৬. নৌকা ৭. ধানের শীষ ৮. কবুতর ৯. কুঁড়ে ঘর ১০. হাতুড়ি ১১. কুলা ১২. লাঙ্গল ১৩. মশাল ১৪. তারা ১৫. গোলাপ ফুল ১৬. মই ১৭. গরুর গাড়ি ১৮. ফুলের মালা ১৯. বটগাছ ২০. হারিকেন ২১. আম ২২. খেজুর গাছ ২৩. উদীয়মান সূর্য ২৪. মাছ ২৫. গাভি ২৬. কাঠাল ২৭. চেয়ার ২৮. হাত ঘড়ি ২৯. মিনার ৩০. রিকশা ৩১. হাতপাখা ৩২. মোমবাতি ৩৩. কোদাল ৩৪. দেওয়াল ঘড়ি ৩৫. হাত (পাঞ্জা) ৩৬. ছড়ি ৩৭. টেলিভিশন ৩৮. সিংহ ৩৯. ডাব।

চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকসমূহ:

১. অটোরিক্সা ২. আনারস ৩. ঘোড়া ৪. টেবিল ফ্যান ৫. ঢোল ৬. টেলিফোন ৭. চশমা ৮. দুটি পাতা ৯. মোটর সাইকেল ১০. রজনীগন্ধা।

সংরক্ষিত সদস্য (নারী মেম্বার) প্রার্থীদের জন্য প্রতীকসমূহ: 

১. কলম ২. ক্যামেরা ৩. তালগাছ ৪. জিরাফ ৫. বই ৬. বক ৭. সাঁকো ৮. মাইক ৯. হেলিকপ্টার ১০. সূর্যমুখী ফুল।

সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীদের জন্য প্রতীকসমূহ: 

১. আপেল ২. ক্রিকেট ব্যাট ৩. ঘুড়ি ৪. টিউবওয়েল ৫. পানির পাম্প ৬. ফুটবল ৭. টর্চ লাইট ৮. ভ্যান গাড়ি ৯. বৈদ্যুতিক পাখা ১০. মোরগ ১১. লাটিম ১২. তালা।

 

error: দুঃখিত!