২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর হতে বের হয়ে প্রবাসীর স্ত্রী খুন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার মালপদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আটটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরের টয়লেটে যান ওই গৃহবধূ। দীর্ঘক্ষণেও সে ফিরে না আসায় ঘরে থাকা সাত বছরের ছেলে মো. মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার বাইরে খুজতে বের হলে মায়ের রক্তাক্ত লাশ  দেখতে পান।

ছেলে-মেয়ের চিৎকার আশেপাশের লোকজন এসে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

ওই গৃহবধুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পক্রিয়া চলছে বলে জানান সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান।

error: দুঃখিত!